বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বুধবার সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। এরপর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনারসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এরপর মহানগর এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র নেতৃত্বে নগরীতে বিজয় র্যালি বের করে আওয়ামী লীগ।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, প্যানেল মেয়র-১ কাউন্সিলর গাজী নইমুল হোসেন লিটু,প্যানেল মেয়র-২ কাউন্সিলর এ্যড. রফিকুল ইসলাম খোকন প্রমুখ।