জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী ও মৌলবাদ চক্রের উত্থানের প্রতিবাদে দেশব্যপি কর্মসূচির অংশ এবং বরিশালে লাগাতার কর্মসূচি পালন উপলক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৬ই) ডিসেম্বর সকাল ১১ টায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যলয় থেকে বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বেড় হয়।
মিছিলটি সদররোড হয়ে লাইনরোড, দক্ষিণ চকবাজার, সিটি কর্পোরেশন মোড়, ফজলুল হক এ্যাভিনিউ হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, যতদিন দেশের ভিতর অপশক্তি মৌলবাদ অরাজকতা সৃষ্টির পায়তারা করবে ততদিন পর্যন্ত বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রাজপথে কর্মসূচি চালিয়ে যাবে।
৭০ সালের নির্বাচনের পূর্বে এই মৌলবাদ গোষ্টি ধর্মের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল সেদিন তাদের সেই আসা পূরণ হয়নি।আজ আবার এই স্বাধীনতা বিরোধী মৌলবাদ গোষ্টি নতুন করে দেশের ভিতর বঙ্গবন্ধুর ভাস্কর্য় নিয়ে অরজগতা সৃৃষ্টি ও ষড়যন্ত্র শুরু করেছে।
এর পূর্বে সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।